Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

পূর্ব পাকিস্তানের প্রদেশিক নির্বাচন কমিশনকে ১৯৭১ সালের স্বাধীনতা লাভের পর নির্বাচন কমিশন, বাংলাদেশ  ঘোষনা করা হয়।ফরিদপুর জেলা নির্বাচন অফিসনির্বাচন কমিশন , বাংলাদেশ এর   জেলা পর্যায়ের একটি কার্যলয় হিসাবে তখন থেকে কার্যকর রহিয়াছে ।ইতিপূর্বে এই অফিসটি একটি ভাড়া বাড়িতে ছিল । পরবতীতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সময় হতে জেলা নির্বাচন অফিস , ১৯৯০ সালের দিকে কেবিনেট ডিভিশনের সিদ্ধান্ত মোতাবেক ডিসি অফিসে কার্য পরিচালনা করা হচ্ছে। ২০১১ সাল হতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা নিয়া একটি অঞ্চলিক নির্বাচন অফিসারের কায়ালয় , টেপাখোলা ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালিত হতো । বর্তমানে নির্বাচন কমিশনের নিজস্ব সার্ভার ষ্টেশন ও কার্যালয় ডিসি অফিসের পশ্চিম পার্শে জেলা পরিষদের সামনে ও জেল খানার পার্শ্বে নিজস্ব আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনের ৩য় তলায় জেলা নির্বাচন অফিস ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরিয়তপুর এই ০৫টি জেলা নিয়ে আঞ্চলিক অফিসের কার্যক্রম  এবং ২য় তলায় সিনিয়র জেলা নির্বাচন অফিস ফরিদপুরে অত্র জেলার যাবতীয় কার্যক্রম এবং নিচ তলায় ফরিদপুর সদর উপজেলার যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।