সিনিয়র জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস ফরিদপুর সদর আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে অবস্থিত। ভবনটি জেলা পরিষদের উত্তর পার্শ্বে অবস্থিত। সিনিয়র জেলা নির্বাচন অফিস কর্তৃক সকল নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনসহ ভোটার তালিকা প্রণয়ন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও উপজেলা নির্বাচন অফিসের সহিত সমন্বয়পূর্বক বাস্তবায়ন এবং তদারকিসহ প্রশাসনিক, আর্থিক, আওতাধীন উপজেলাসমূহের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ, নতুন ভোটার অন্তর্ভূক্তি, ভোটার এলাকা স্থানান্তর, ভোটার এলাকা হতে মৃত ভোটারের নাম কর্তন, জাতীয় পরিচয়পত্র প্রদান ও সংশোধন সংক্রান্ত যাবতীয় সেবা সক্রিয়ভাবে প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস