Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

(১)  ভোটার নিবন্ধন , ভোটার তালিকা ছাপানো , জাতীয় ও স্থানীয নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন  কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং নির্বাচনের যাবতীয়  আয়োজনের কাজ সম্পাদন করা ।

 

(২)  নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসাবে সিনিযর /  জেলা নির্বাচনকর্মকর্তারা নির্বাচন কাজে নিয়োজিত সকল কমকর্তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা এবং বিভিন্ন সভায় যোগদান  ও জেলা পর্যায়ে সকল কার্যালয়ের সংগে সমন্ধয় সাধন ।

 

(৩) সিনিয়র জেলা নির্বাচনকর্মকর্তারা  /  জেলা নির্বাচনকর্মকর্তারা নির্বাচন  কমিশনের বিভিন্ন নির্বাচনের অর্থের হিসাবও রাখেন  ।

 

(৪)   ভোটার তালিকা প্রণয়ন ,  হালনাগাদ করন , অন্তভূক্ত , কর্তন ও সংশোধন এবং প্রস্ত্ততকৃত  ভোটার আই ডি কার্ড   বিতরণ  ও  সংশোধনের তদন্ত কার্য পরিচালনা করনা 

 

(৫)  উপজেলা নির্বাচন অফিসের কার্যাবলী তদরকি করন্  এবং  আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয় সহ ইটিআই ও ভোটার নিবন্ধন অনুবিভাগের সংগে যোগাযোগ রক্ষা ও সমন্ধয় সাধন  এবং 

 

(৬) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় অন্যান্য কাজ সম্পদাদন ।