Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

পূর্ব পাকিস্তানের প্রদেশিক নির্বাচন কমিশনকে ১৯৭১ সালের স্বাধীনতা লাভের পর নির্বাচন কমিশন, বাংলাদেশ  ঘোষনা করা হয়।ফরিদপুর জেলা নির্বাচন অফিসনির্বাচন কমিশন , বাংলাদেশ এর   জেলা পর্যায়ের একটি কার্যলয় হিসাবে তখন থেকে কার্যকর রহিয়াছে ।ইতিপূর্বে এই অফিসটি একটি ভাড়া বাড়িতে ছিল । পরবতীতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সময় হতে জেলা নির্বাচন অফিস , ১৯৯০ সালের দিকে কেবিনেট ডিভিশনের সিদ্ধান্ত মোতাবেক ডিসি অফিসে কার্য পরিচালনা করা হচ্ছে।  বর্তমানে নির্বাচন কমিশনের নিজস্ব সার্ভার ষ্টেশন ও কার্যালয় ডিসি অফিসের পশ্চিম পার্শে জেলা পরিষদের সামনে ও জেল খানার পার্শে  নির্মানাধীন রহিয়াছে ।তাহাছাড়া ২০১১ সাল হতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা নিয়া একটি অঞ্চলিক নির্বাচন অফিসারের কায়ালয় , টেপাখোলা ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালিত হচ্ছে ।